বাংলাদেশ-ভারত: মাশরাফিদের বাঁচা-মরার লড়াই

bangladesh cricket team
ছবি: রয়টার্স

জিতলে বেঁচে থাকবে আশা। হারলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। সমীকরণটা তাই একেবারে সরল মাশরাফি বিন মর্তুজার দলের জন্য- ভারতকে হারাতে হবে। বিশ্বমঞ্চে যে কাজটা আগেও করে দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০৭ আসরে বিশ্বকাপে দুদলের প্রথম দেখায় স্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ।

বিশ্বকাপের ৪০তম ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচ শুরু মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

পয়েন্ট তালিকায় অবস্থান:

বিশ্বকাপের লিগ পর্বের পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে ভারত। বিরাট কোহলিদের অর্জন ৭ ম্যাচে ১১ পয়েন্ট। এ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই তারা নিশ্চিত করবে সেমিফাইনাল। অন্যদিকে, বাংলাদেশ সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার সাতে। এ ম্যাচে ভারতের বিপক্ষে জেতার বিকল্প নেই টাইগারদের। হারলেই বেজে যাবে বিদায় ঘণ্টা।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৩৫, বাংলাদেশ জয়ী: ৫, ভারত জয়ী: ২৯, টাই: ০, পরিত্যক্ত: ১।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৩, বাংলাদেশ জয়ী: ১, ভারত জয়ী: ২।

সম্ভাব্য একাদশ:

এ ম্যাচের বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুব বেশি। কারণ ভারতীয় ব্যাটসম্যানরা বরাবরই স্পিন ভালো খেলে। তাছাড়া দলটিতে বাঁহাতি ব্যাটসম্যানের সংখ্যাও কম। তাই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে অফ স্পিনারদের সফল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেই বিবেচনায় একাদশে পেসারের সংখ্যা বাড়াতে পারে বাংলাদেশ। ফলে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন। বাদ পড়তে পারেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং সামর্থ্যের কারণ মোসাদ্দেক হোসেনের একাদশে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি।

সবচেয়ে বড় প্রশ্ন মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন তিনি। সোমবার (১ জুলাই) পেস, স্পিন- সব রকমের বল সামলে টানা এক ঘণ্টা ব্যাটিংও করেন তিনি। তবে শঙ্কা এখনও যায়নি। তার খেলার ব্যাপারে পুরোপুরি নিশ্চয়তাও মেলেনি টাইগার অধিনায়ক মাশরাফির কাছ থেকে। তবে দলীয় সূত্রে জানা গেছে, ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছেন মাহমুদউল্লাহ। এ ম্যাচে বড় কিছু করতে মুখিয়ে তিনি।

বাংলাদেশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ/রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

এজবাস্টনের ফ্ল্যাট (পাটা) উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে বিবর্ণ ছিলেন ভারতের দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। তাদের সম্মিলিত ২০ ওভার থেকে ইংলিশরা আদায় করে নিয়েছিল ১৬০ রান। তাই এ ম্যাচের একাদশে পরিবর্তন আনার কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্টও।

চোট পাওয়া পেসার ভুবনেশ্বর কুমার ফিটনেস ফিরে পেয়েছেন। তাই এ ম্যাচের একাদশে দুই রিস্ট স্পিনারের যে কোনো একজনের জায়গায় তাকে দেখা যেতে পারে। অর্থাৎ বাংলাদেশের মতোই চার পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজানোর ভাবনায় ভারতীয়রা।

ভারত:

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ পান্ট, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব/যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago