সৌদি বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলায় আহত ৯
সৌদি আরবের আভা বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি আন্দোলনের সদস্যদের ড্রোন হামলায় নয়জন আহত হয়েছেন বলে সৌদি জোটের এক বার্তায় জানানো হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আজ (২ জুলাই) জানায়, সৌদি জোটের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলেছে হামলায় একজন ভারতীয় ও আটজন সৌদি নাগরিক আহত হয়েছেন। তবে তাদের সবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত ইয়েমেনের সরকারের বিরোধিতা করে দেশটির রাজধানী সানা দখল করলে সৌদি সরকার হুতি আন্দোলনকারীদের বিরুদ্ধে এককভাবে সামরিক অভিযান চালায়। এরপর হুতিদের বিরুদ্ধে সামরিক হামলা জোরদার করতে মার্কিন সমর্থনপুষ্ট এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গঠিত হয়।
সৌদি জোটের হামলার জবাব দিতে হুতিরা সাম্প্রতিককালে সৌদি আরবের দক্ষিণ ও দক্ষিণপশ্চিমাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে শুরু করে।
হুতি আন্দোলনের এক মুখপাত্রের বরাত দিয়ে তাদের আল-মাসিরাহ টেলিভিশন জানায়, তারা সৌদি আরবের আভা বিমানবন্দরকে লক্ষ্য করে ‘বড় ধরনের অভিযান’ চালিয়েছে।
এদিকে, সৌদি সরকারের আল-আরাবিয়া টেলিভিশন জানায়, আভা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল আবার শুরু হয়েছে।
Comments