রেলের ১০ খাতে দুর্নীতির সন্ধান পেয়েছে দুদক
বাংলাদেশ রেলওয়ের ১০ খাতে দুর্নীতি চিহ্নিত করে রেল মন্ত্রণালয় বরাবর একটি প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, প্রতিবেদনে রেলের দুর্নীতি বন্ধে ১৫টি সুপারিশও করেছে দুদক।
আজ (২ জুলাই) সকাল ১১টার দিকে রেল ভবনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে দুদকের কমিশনার মোজাম্মেল হক খান এই প্রতিবেদন জমা দেন।
পরে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, দুর্নীতি বন্ধে তার মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
রেলের দুর্নীতি দমনে দুদকের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
Comments