পাঁচ উইকেট নিয়ে সেরা পাঁচে মোস্তাফিজ, টপকে গেলেন রাজ্জাককে

mutafizur rahman
ছবি: রয়টার্স

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে চলমান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন 'কাটার মাস্টার' খ্যাত তারকা। সেই সঙ্গে আব্দুর রাজ্জাককে টপকে বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তিও গড়লেন এই বাঁহাতি পেসার।

মঙ্গলবার (২ জুলাই) বার্মিংহামের এজবাস্টনে ১০ ওভারের স্পেল সম্পূর্ণ করে ৫৯ রানে পাঁচ উইকেট নিলেন মোস্তাফিজ। তার বোলিং তোপেই ভারতকে ৩১৪ রানে বেঁধে ফেলল বাংলাদেশ।

মোস্তাফিজের আগে বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের। এবারের আসরেই আফগানিস্তানের বিপক্ষে ২৯ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

এবারের আসরে সাত ম্যাচ খেলে ২৭.২৬ গড়ে ১৫ উইকেট পেলেন মোস্তাফিজ। তিনি আছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার পাঁচ নম্বরে। আট ম্যাচে ১৫.৫৪ গড়ে ২৪ উইকেট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

এতদিন বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল বাঁহাতি স্পিনার রাজ্জাকের দখলে। ২০০৭ সালে নয় ম্যাচে ২৬.৪৬ গড়ে তিনি পেয়েছিলেন ১৩ উইকেট। এবারে সাত ম্যাচে বোলিং করেই মোস্তাফিজ টেক্কা দিলেন তাকে।

দুই ওপেনারের ব্যাটে চড়ে দারুণ সূচনা পায় ভারত। উদ্বোধনী জুটিতে আসে ১৮০ রান। এর মধ্যে আবার রোহিত শর্মাকে ব্যক্তিগত ৯ রানে জীবন দিয়েছিলেন তামিম ইকবাল। সেই রোহিত থামেন ১০৪ রানে। আরেক ওপেনার লোকেশ রাহুল করেন ৭৭ রান। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে বাংলাদেশকে বিশাল সংগ্রহ ছুঁড়ে দেওয়ার পথেই ছিল ভারত। কিন্তু মোস্তাফিজের ভাবনায় ছিল অন্যকিছু।

৩৯তম ওভারে তিন বলের ব্যবধানে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বিপজ্জনক হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে দলকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ। লাগাম টানেন প্রতিপক্ষের রানের চাকায়। এরপর দিনেশ কার্তিকের উইকেটও তুলে নেন তিনি। আর ইনিংসের শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ শামিকে আউট করে মোস্তাফিজ স্বাদ নেন পাঁচ উইকেটের। সেই সঙ্গে সাড়ে তিনশো রানে চোখ রাখা ভারতকে আটকে দেন ৩১৪ রানে।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago