‘আমার বাবাকে ফিরিয়ে দিন’
নিখোঁজ আইটি পেশাজীবী আতাউর রহমান শাহীনের ছেলে তার বাবাকে ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছে।
রাজধানীর মিরপুরে অবস্থিত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র তাশদীদ আন নাফি তার আবেদনে বলে, “দয়া করে আমার বাবাকে ফিরিয়ে দিন। তিনি গত দুই মাস থেকে নিখোঁজ রয়েছেন।”
আজ (৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নয় বছর বয়সী নাফি এই আবেদন করে। সেসময় তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সেই সংবাদ সম্মেলনে আরো কথা বলেন নিখোঁজ শাহীনের অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া আখতার। তিনি জানান, গত ২ মে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে তার স্বামীকে কয়েকজন অপরিচিত লোকেরা তুলে নিয়ে যায়।
“তারপর দুই মাস কেটে গেলো। শাহীনের কোনো খোঁজ পাওয়া গেলো না,” বলেন তানিয়া।
“এখন তাকে ছাড়া প্রতিটি মুহূর্ত মনে হয় হাজার বছরের মতো দীর্ঘ। আমি অন্তঃসত্ত্বা। আমার একটি ছোট ছেলে রয়েছে। এমন পরিস্থিতিতে স্বামীর উপস্থিতি ছাড়া আমি চরম অনিশ্চিত জীবন-যাপন করছি,” যোগ করেন নিখোঁজ শাহীনের স্ত্রী।
তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার জন্যে তিনিও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।
Comments