৭ জুলাই থেকে ঢাকার ৩ সড়কে রিকশা বন্ধ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আগামী ৭ জুলাই থেকে রাজধানীর তিন সড়কে রিকশা চলাচল বন্ধ থাকবে।
সড়কগুলো হলো, কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ।
বুধবার ৩ জুলাই রাজধানীর যানজট নিরসনে অবৈধ যানবাহন অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করতে গঠিত বিশেষায়িত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
নগর ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাঈদ খোকন জানান, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে এই তিনটি সড়কে এক সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে দুই সিটি করপোরেশন।
তিনি বলেন, “এসব সড়কের দুই পাশে ফুটপাত দখলকৃত স্থাপনা, অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।”
এক সপ্তাহ পর অভিযানের ফলাফল মূল্যায়ন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটি আরেকটি বৈঠক করবে বলেও জানান তিনি।
Comments