মানিকগঞ্জের ঘিওরে প্রতারক দম্পতি গ্রেপ্তার
বিদেশে পাঠানোর নামে ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশ। আজ (৩ জুলাই) মাদারীপুরের শিবচর উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই সদস্য হলেন, মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর গ্রামের বাশার মুনশী (৩৫) এবং তার স্ত্রী হাসু বেগম (৩২)।
পুলিশ এবং ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ‘আকর্ষণীয় বেতনে বিদেশে শ্রমিক নিয়োগ করা হবে’ বিভিন্ন স্থানে এমন বিজ্ঞপ্তি সাটিয়ে সহজ-সরল মানুষকে আকৃষ্ট করতেন ওই দম্পতি। মানিকগঞ্জের ঘিওর এবং পাশের উপজেলা শিবালয়ের বিভিন্ন এলাকার ৪৩ জনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে এই দম্পতি মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান। ঘিওরের শ্রীবাড়ি গ্রামের জনৈক আইয়ুব আলীর বাড়িতে ভাড়া থেকে তারা এই প্রতারণা করেন।
ভুক্তভোগী ঘিওর উপজেলা সদরের বেড়াভাঙ্গা গ্রামের আবুল হোসেন জানান, ঘিওর বাজার এলাকায় একটি দেয়ালে বিজ্ঞপ্তি দেখে তিনি ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করেন। এরপর ওমানে পাঠানোর কথা বলে তার কাছ থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান তারা।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। গ্রেপ্তারের সময় ওই দম্পতির কাছ থেকে ২৪টি দেশি পাসপোর্ট, ১৯টি মুঠোফোনের সিম এবং ৮ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।”
Comments