কোপা আমেরিকা ২০১৯

বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে ফাইনালে পেরু

১৯৭৫ সালে শেষবার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল পেরু। এরপর চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, প্রতিযোগিতাটির ফাইনালেই খেলতে পারেনি দলটি। ৪৪ বছরের দীর্ঘ এই অপেক্ষার অবসান হয়েছে আজ (৪ জুলাই)। বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে চমক দেখিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে পেরু।
peru vs chile
ছবি: রয়টার্স

১৯৭৫ সালে শেষবার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল পেরু। এরপর চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, প্রতিযোগিতাটির ফাইনালেই খেলতে পারেনি দলটি। ৪৪ বছরের দীর্ঘ এই অপেক্ষার অবসান হয়েছে আজ (৪ জুলাই)। বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে চমক দেখিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে পেরু।

আজ বাংলাদেশ সময় সকালে পোর্তো অ্যালেগ্রেতে আসরের দ্বিতীয় সেমিফাইনালে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুভিয়ানরা। প্রথমার্ধের ২১ ও ৩৮তম মিনিটে দলটির হয়ে লক্ষ্যভেদ করেন যথাক্রমে এদিনসন ফ্লোরেস ও ইয়োসমার ইয়োতুন। বিরতির পর নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেরুর বড় জয় নিশ্চিত করেন বর্ষীয়ান তারকা পাওলো গুয়েরেরো।

ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ভিএআর প্রযুক্তির কল্যাণে পেনাল্টি পেয়েছিল চিলি। কিন্তু এদুয়ার্দো ভারগাসের স্পট-কিক পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসে রুখে দেওয়ায় ব্যবধান কমানোর সুযোগ হারায় তারা।

আগামী রবিবার শিরোপার লড়াইয়ে স্বাগতিক ও আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। রিও দি জেনিরোতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

ফাইনালে পেরুকে কঠিন পরীক্ষা দিতে হবে তা আর আলাদা করে বলে দিতে হয় না। প্রতিপক্ষ ব্রাজিল এবারের আসরে দুর্দান্ত ফুটবল খেলেছে। এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি সেলেসাওরা। আর নিজেদের মাঠে ফাইনালে তারা তো অজেয়! এর আগে চারবার কোপা আমেরিকা আয়োজন করে প্রতিটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

7m ago