গেইলের শেষ বিশ্বকাপ ম্যাচে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

বয়স চল্লিশ ছুঁইছুঁই। খেলছেন নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আগেই নিশ্চিত হয়ে যাওয়ায়, আজ (৪ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে নিজের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছেন ক্রিস গেইল। ক্রিকেটের মহাযজ্ঞে বিস্ফোরক ব্যাটসম্যানের বিদায়ী ম্যাচে টসে জিতেছেন তার সতীর্থ ও দলনেতা জেসন হোল্ডার। তিনি বেছে নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
chris gayle
ছবি: রয়টার্স

বয়স চল্লিশ ছুঁইছুঁই। খেলছেন নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আগেই নিশ্চিত হয়ে যাওয়ায়, আজ (৪ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে নিজের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছেন ক্রিস গেইল। ক্রিকেটের সর্বোচ্চ আসরে বিস্ফোরক ব্যাটসম্যানের বিদায়ী ম্যাচে টসে জিতেছেন তার সতীর্থ ও দলনেতা জেসন হোল্ডার। তিনি বেছে নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

চলমান আসরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে উইন্ডিজ ও আফগানিস্তান। লিডসের হেডিংলিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। বিশ্বকাপের পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ ম্যাচে তাদের অর্জন ৩ পয়েন্ট। সবার নিচে থাকা আফগানিস্তানের পয়েন্টের ঝুলি শূন্য। ৮ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে তারা।

আফগানদের মোকাবেলা করার আগ পর্যন্ত বিশ্বকাপের আট ম্যাচের সাত ইনিংসে ব্যাট করে বাঁহাতি গেইল সংগ্রহ করেছেন ২৩৫ রান। গড় ৩৩.৫৭। হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন দুটি। সর্বোচ্চ ৮৭ রানের ইনিংসটি খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে করেছিলেন ৩৪ বলে ৫০ রান।

দুদলের একাদশে এসেছে দুটি করে পরিবর্তন। সুনিল আমব্রিস ও শ্যানন গ্যাব্রিয়েলের জায়গায় উইন্ডিজ দলে ফিরেছেন এভিন লুইস ও কেমার রোচ। আফগান একাদশে হাশমতউল্লাহ শহিদি ও হামিদ হাসানের পরিবর্তে জায়গা পেয়েছেন দৌলত জাদরান ও সৈয়দ শিরজাদ।

উইন্ডিজ:

ক্রিস গেইল, শেই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, ওশানে থমাস, কেমার রোচ।

আফগানিস্তান:

গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, আসগর আফগান, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, দৌলত জাদরান, সৈয়দ শিরজাদ।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

55m ago