তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে ৮০ জন নিহতের আশঙ্কা

TUNISIA MIGRANTS
৪ জুলাই ২০১৯, তিউনিসিয়ার জার্জিস শহরে রেড ক্রিসেন্টের একটি আশ্রয়কেন্দ্রের ভেতর আফ্রিকার দুজন অভিবাসনপ্রত্যাশী বসে এবং অপর একজন শুয়ে আছেন। ছবি: রয়টার্স

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে ৮০ জনের বেশি আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট গতকাল (৪ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিউনিসিয়ার জেলেরা চারজনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা প্রধান পথ হিসেবে লিবিয়াকেই ব্যবহার করে।

বিবিসি বলছে, হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার বিভিন্ন বন্দী শিবিরে রয়েছেন। গত বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাইরে একটি অভিবাসী বন্দী শিবিরে বিমান হামলায় অন্তত ৫৩ জন অভিবাসী নিহত হন।

এর আগে, গত মে মাসে লিবিয়া থেকে ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ৬৫ জন অভিবাসীর মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago