তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে ৮০ জন নিহতের আশঙ্কা
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে ৮০ জনের বেশি আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট গতকাল (৪ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে। খবর নিউইয়র্ক টাইমসের।
জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিউনিসিয়ার জেলেরা চারজনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা প্রধান পথ হিসেবে লিবিয়াকেই ব্যবহার করে।
বিবিসি বলছে, হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার বিভিন্ন বন্দী শিবিরে রয়েছেন। গত বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাইরে একটি অভিবাসী বন্দী শিবিরে বিমান হামলায় অন্তত ৫৩ জন অভিবাসী নিহত হন।
এর আগে, গত মে মাসে লিবিয়া থেকে ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ৬৫ জন অভিবাসীর মৃত্যু হয়।
Comments