রাজধানীতে ৭ বছরের শিশু ‘ধর্ষণের’ শিকার
রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে গতকাল এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, এই ঘটনায় ১৭ বছরের ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গতকাল বিকেলে মায়ের সঙ্গে ওই হাসপাতালে যাওয়ার পর সেখানকার ক্যানটিনে কর্মরত অভিযুক্ত ওই কিশোর তাকে (শিশু) ধর্ষণ করে বলে সে অভিযোগ করে।
এ ঘটনায় পরে শিশুটির মা স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান তিনি।
Comments