অবস্থার উন্নতি হলেও এরশাদ এখনো শঙ্কামুক্ত নন: জি এম কাদের
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা কৃত্রিম ভাবে তার শ্বাসকষ্ট দূর করেছেন। বিভিন্ন শারীরিক সমস্যাগুলো কৃত্রিমভাবে সমাধান করা হয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের আজ এক বিবৃতি দিয়ে এসব কথা জানিয়েছেন।
জি এম কাদের বলেন, এরশাদের চিকিৎসার সব রিপোর্ট সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্তমান শারীরিক অবস্থায় তাকে স্থানান্তরে সমর্থন জানাননি।
সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করে তিনি আরও জানান, গত সাত দিনে এরশাদকে ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। সর্বশেষ আট ঘণ্টাতেই দেওয়া হয়েছে আট ব্যাগ রক্ত। রক্তের প্লাটিলেট বাড়াতে চেষ্টা করছেন চিকিৎসকরা।
তিনি জানান, এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শ্বাস-প্রশ্বাস কৃত্রিম ভাবে চলছে। রাতে ডায়ালাইসিস করানো হয়েছে। রাতে তার পেট থেকেও প্রায় ২০০ মিলিগ্রাম পানি বের করা হয়েছে। আজ বিকেলে আবার ডায়ালাইসিস করানো হতে পারে। এতে তার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে। গতকালের চেয় তাকে অনেকটাই সুস্থ দেখাচ্ছে। শ্বাসকষ্ট এখন আর নেই, তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।
চিকিৎসকদের বরাতে জিএম কাদের বলেন শারীরিক অবস্থার এই উন্নতি অব্যাহত থাকলে এরশাদ সুস্থ হয়ে উঠবেন।
Comments