রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করবে চীনের কমিউনিস্ট পার্টি
চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) শুক্রবার জানিয়েছে, আপসে রোহিঙ্গা সংকটের সমাধান এবং যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন শুরুর জন্য তারা মিয়ানমারের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করবে।
বেইজিংয়ে দিয়াওয়ুতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে এসে সিপিসির আন্তর্জাতিক বিষয়ক প্রধান সং তাও এ আশ্বাস দেন।
তিনি বলেন, “রোহিঙ্গা সংকট আপসে সমাধান এবং রোহিঙ্গাদের প্রথম ব্যাচের প্রত্যাবাসন যাতে যত দ্রুত সম্ভব করা যায় সে জন্য আমরা অং সান সু চিসহ মিয়ানমারের রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করব।”
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ গ্রহণ এবং চীনা শীর্ষ নেতাদের সাথে বৈঠক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পাঁচ দিনের সরকারি সফরে চীন রয়েছেন।
Comments