ব্রিটেনের তেল ট্যাংকার জব্দ করার হুমকি দিল ইরান
ইরানের তেলের ট্যাংকার জব্দ করার প্রতিক্রিয়ায় ইরানের এক কর্মকর্তা বলেছেন তাদের ট্যাংকারটি ছেড়ে না দেওয়া হলে তারাও ব্রিটেনের একটি তেলের ট্যাংকার জব্দ করবে। জিব্রাল্টারে ব্রিটিশ রয়্যাল মেরিন গত বৃহস্পতিবার ইরানের তেল ট্যাংকারটি জব্দ করার পর এই হুমকি দিল তেহরান।
যুক্তরাজ্যের দাবি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ভঙ্গ করে ট্যাংকারে করে ইরান তেল পাঠাচ্ছিল সিরিয়ায়। আর এই দাবির স্বপক্ষে শক্ত কোনো প্রমাণ হাজির করতে না পারলেও যুক্তরাজ্য বলছে, এরকম সন্দেহ থেকেই তারা ট্যাংকারটি জব্দ করেছে।
এর প্রতিক্রিয়ায় ইরান বৃহস্পতিবারই যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। বলেছে, যুক্তরাজ্য যে ঘটনাটি ঘটিয়েছে সেটি কেবল জলদস্যুতার সঙ্গেই তুলনা চলে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা মোহসেন রাজাই আজ বলেছেন, ইরান কোনো রকম দ্বিধা ছাড়াই যুক্তরাজ্যকে এর জবাব দেবে। টুইটে তিনি লিখেছেন, ইরানের তেলের ট্যাংকারটিকে ছেড়ে দেওয়া না হলে, যুক্তরাজ্যেরও একটি ট্যাংকার জব্দ করাতে ইরানের দায়িত্ব হয়ে দাঁড়ায়।
Comments