ব্যবসা জগতের চার প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মানিত করল ডেইলি স্টার-ডিএইচএল
দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, রানার গ্রুপ, ইস্ট কোস্ট গ্রুপের আজম জে চৌধুরী ও অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কামরুন নাহার জহির। আজ শুক্রবার সন্ধ্যায় র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-এর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই দুই প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকে সম্মানিত করা হয়।
১৮তম সংস্করণের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিশ্বের সর্ববৃহৎ লজিস্টিকস কোম্পানি ডিএইচএল এক্সপ্রেস ও দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
পুরস্কৃতদের মধ্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে ও রানার গ্রুপ এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার হিসেবে সম্মাননা পেয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের আজ জে চৌধুরী বিজনেস পারসন অব দ্য ইয়ার ও অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কামরুন নাহার জহির আউটস্ট্যান্ডিং ওম্যান ইন বিজনেস হিসেবে সম্মানিত হয়েছেন।
অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভারতের স্বনামধন্য আইটি উদ্যোক্তা ইনফোসিস এর প্রতিষ্ঠাতা এন আর নারায়না মূর্তি যাকে টাইম ম্যাগাজিন ভারতের আইটি সেক্টরের জনক হিসেবে হিসেবেও স্বীকৃতি দিয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
Comments