চট্টগ্রামে পোশাক শ্রমিক ‘ধর্ষণের’ ঘটনায় আটক ২
চট্টগ্রামের আনোয়ারায় গত বুধবার এক পোশাক শ্রমিককে ‘গণধর্ষণের’ ঘটনায় এক সিএনজি চালকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে উপজেলার চাতুরি এবং বৈরাগ ইউনিয়নে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।
আটককৃতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মামুন (১৮) ও হেলাল (৩০)। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত চারজন পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকে ওঁত পেতে এই কাণ্ড ঘটিয়েছেন।
ওসি দুলাল মাহমুদ আরও জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন এবং অতীতেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন। সেগুলোর ব্যাপারেও তদন্ত চলছে এবং পলাতক দুজনকে আটকের চেষ্টা করা হচ্ছে।
Comments