রাজধানীর ওয়ারীতে শিশু হত্যা, আটক ৬

wari
৫ জুলাই ২০১৯, নিহত সামিয়া আফরিন সায়মার স্বজনদের আহাজারি। ছবি: প্রথম আলোর সৌজন্যে

রাজধানীর ওয়ারীতে সাত বছরের এক শিশুকে হত্যার একদিন পর আজ (৬ জুলাই) ছয় জনকে আটক করেছে পুলিশ।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, আব্দুস সালামের মেয়ে ও সিলভারডেল স্কুলের শিক্ষার্থী সামিয়া আফরিন সায়মার (৭) লাশ একটি নির্মাণাধীন একটি ভবনের অষ্টম তলা থেকে উদ্ধার করা হয়।

গতকাল বেশ কয়েকঘণ্টা ধরে নিখোঁজ থাকায় বাবা-মা ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে আটটার দিকে নির্মাণাধীন ওই ভবনের একটি কক্ষে শিশুটির মরদেহ খুঁজে পান।

ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

আজ সকালে শিশুটির বাবা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় মামলা করেছেন। এ ঘটনায় ওই ভবনের নিরাপত্তারক্ষীসহ সন্দেহভাজন ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Trump says Israel-Iran ceasefire now in effect, please don't violate it

Witnesses said they heard explosions near Tel Aviv and Beersheba in southern Israel before Trump's statement.

30m ago