সাঙ্গাকারাকে টপকে বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড গড়লেন রোহিত

rohit sharma
ছবি: রয়টার্স

প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে পাঁচটি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ভারতের রোহিত শর্মা। তিনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার কীর্তিকে। বিশ্বকাপের গেল আসরে লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান হাঁকিয়েছিলেন টানা চারটি সেঞ্চুরি।

আজ (৬ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষেই লিডসের হেডিংলিতে চলমান আসরের পাঁচ নম্বর সেঞ্চুরির দেখা পান রোহিত। এটি তার টানা তৃতীয় শতরানের ইনিংস। শেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষেও তিন অঙ্ক ছুঁয়েছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। তার আগে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে।

গ্রুপ পর্বে শেষ ম্যাচে লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় বরাবরের মতো ভারতের ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রোহিত। হাফসেঞ্চুরি পূরণ করেন ৪৮ বলে। পরের পঞ্চাশ ছুঁয়ে ফেলেন আরও দ্রুত। ৯৩ বলে তুলে নেন আসরে নিজের পঞ্চম সেঞ্চুরি।

ইতিহাস গড়ার পর অবশ্য উইকেটে টেকেননি রোহিত। মুখোমুখি হওয়া পরের বলেই আউট হন তিনি। কাসুন রাজিথার স্লোয়ার বলে মিড অফে ক্যাচ দেন অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে। ১৪ চার ও ২ ছয়ে রোহিতের সংগ্রহ ১০৩ রান।

এই ইনিংস খেলার পথে চলমান বিশ্বকাপের দ্বিতীয় ও সবমিলিয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক আসরে ছয়শো রান পেরিয়ে যাওয়ার কৃতিত্বও দেখান রোহিত। ৮ ইনিংসে ৯২.৪২ গড়ে তার রান ৬৪৭। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ৬০৬ রান নিয়ে।

সাঙ্গাকারাকে টপকে যাওয়ার পাশাপাশি আরেকটি রেকর্ড ছুঁয়ে ফেলেন রোহিত। নাম লেখান তার স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে। বিশ্বকাপে দুজনেরই সেঞ্চুরির সংখ্যা এখন সর্বোচ্চ ও সমান ছয়টি। ২০১৫ সালের বিশ্বকাপেও একটি শতরানের ইনিংস খেলেছিলেন রোহিত।

এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি:

নাম (দল)

ইনিংস

সেঞ্চুরি

আসর

রোহিত শর্মা (ভারত)

২০১৯

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

২০১৫

মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)

১৯৯৬

ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)

১০

২০০৭

সৌরভ গাঙ্গুলি (ভারত)

১১

১৯৯৯

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago