রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা
অধিনায়ক ফ্যাফ দু প্লেসির সেঞ্চুরি আর রাসি ভ্যান ডার ডুসেনের দুর্দান্ত ইনিংসে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় পাল্টা সেঞ্চুরি করে দলকে ঠিক পথেই রাখেন ডেভিড ওয়ার্নার। তার বিদায়ের পর অ্যালেক্স ক্যারে খেলেন মারমুখি ইনিংস। তবুও শেষরক্ষা হয়নি। রোমাঞ্চকর লড়াইটা জিতে নিয়ে বিশ্বকাপ শেষ করেছে প্রোটিয়ারা।
শনিবার (৬ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৬ উইকেটে ৩২৫ রানের জবাবে ১ বল বাকি থাকতে অ্যারন ফিঞ্চের দল অলআউট হয় ৩১৫ রানে।।
এই হারে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের অর্জন ১১ পয়েন্ট।
সূচি অনুসারে, পয়েন্ট তালিকার এক নম্বর দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চতুর্থ দলের। অর্থাৎ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পয়েন্ট তালিকার দ্বিতীয় ও তৃতীয় দল। অর্থাৎ দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একে অপরকে মোকাবেলা করবে। আসরের ফাইনাল আগামী ১৪ জুলাই।
দক্ষিণ আফ্রিকার অর্জন বেড়ে ৭ পয়েন্ট হয়েছে। তারা উঠে গেছে পয়েন্ট তালিকার সাত নম্বরে। বাংলাদেশ নেমে গেছে আটে। দুদলের পয়েন্ট সমান হলেও রান রেট তৈরি করে দিয়েছে ব্যবধান। দক্ষিণ আফ্রিকার রান রেট -০.০৩। বাংলাদেশের -০.৪১।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩২৫/৬ (মার্করাম ৩৪, ডি কক ৫২, দু প্লেসি ১০০, ভ্যান ডার ডুসেন ৯৫, ডুমিনি ১৪, প্রিটোরিয়াস ২, ফেলুকভায়ো ৪*; স্টার্ক ২/৫৯, বেহরেনডর্ফ ১/৫৫, লায়ন ২/৫৩, কামিন্স ১/৬৬, স্মিথ ০/৫, স্টয়নিস ০/১৯, ম্যাক্সওয়েল ০/৫৭)
অস্ট্রেলিয়া: ৪৯.৫ ওভারে ৩১৫ (ওয়ার্নার ১২২, ফিঞ্চ ৩, খাওয়াজা ১৮, স্মিথ ৭, স্টয়নিস ২২, ম্যাক্সওয়েল ১২, ক্যারে ৮৫, কামিন্স ৯, স্টার্ক ১৬, বেহরেনডর্ফ ১১*, লায়ন ৩; তাহির ১/৫৯, রাবাদা ৩/৫৬, প্রিটোরিয়াস ২/২৭, মরিস ১/৬৩, শামসি ০/৬২, ফেলুকভায়ো ২/২২, ডুমিনি ০/২২)।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডকে পেল ভারত, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড
Comments