দোকান থেকে ২৮২ ভরি সোনা-রুপা ডাকাতি
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার সিংপাড়া বাজারে পূজা স্বর্ণ শিল্পালয় থেকে ৩২ ভরি স্বর্ণ, ২৫০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায় মুখোশধারী ডাকাতরা। এসময় কুপিয়ে আহত করা হয় দোকান মালিকের ভাইকে।
পূজা স্বর্ণ শিল্পালয়ের কর্ণধার টোটন রায় জানান, তার ভাই নেপাল রায় দোকানে ঘুমিয়ে ছিল। গভীর রাতে মুখোশধারী প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অতর্কিতে কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। নেপাল (৫০) বাধা দিতে গেলে ডাকাতরা তাকে মাথায়, বুকে ও হাতে কুপিয়ে জখম করে দোকানের দুটি লোহার সিন্ধুক ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার ২৫০ ভরি রুপা, নগদ প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। এতে মোট ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত নেপাল রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছেন।
শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, ঘটনাস্থল থেকে ডাকাতির আলামত সংগ্রহ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments