ধুনটে যুবলীগ নেতাসহ ২৪ জুয়াড়ি আটক

বগুড়ার ধুনট পৌর যুবলীগের সভাপতিসহ ২৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬ টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ধুনট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি গুদাম থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ধুনট পৌর যুবলীগের সভাপতি সদরপাড়া গ্রামের সোহরাব আলী (৫৪), উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন (৩৬), ইউনুস আলী (৩৫), ধুনট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক ভরনশাহী গ্রামের হাসান খুশরু নপুর (৩৫), সরকারপাড়ার সংকর সাহা (৬০), পশ্চিম ভরনশাহীর আবুল কালাম (৩৫), মজনু মণ্ডল (৩০), মশিউর রহমান (৩৬), জাহাঙ্গীর আলম (৩২), বাদশা (৫০), আজাদ আলী (৩২), বেলকুচির আবু ওয়ারেস (৩৮), মন্টু সরকার (৪০), চরপাড়ার নাদু সেখ (৩৫), সদরপাড়ার দুদু প্রামাণিক (৪০), আব্দুর রাজ্জাক (৩৫), চালাপাড়ার আমির হোসেন (৫০), পিয়ার আলী (৪৮), আব্দুর রাজ্জাক (৪২), অফিসার পাড়ার রোমজান আলী (৪০), জিনজিরতলার নজিাম সেখ (৩৬), সাগাটিয়ার হারান আলী (৪৫), চৌবাড়িয়া গ্রামের সাদেক আলী (৩৪), পূর্বভরণশাহীর ইসমাইল হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এই জুয়াড়িরা দীর্ঘদিন ধরে ধুনট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন একটি গুদাম ঘরে আসর বসাচ্ছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) আসলাম আলী জানান, আটক জুয়াড়িদের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করে সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago