কাপ্তাইয়ে পাহাড় ধসে নিহত ২
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে শিশুসহ এক নারী নিহত হয়েছেন। ভারী বৃষ্টির পর কাঁদামাটির নিচে চাপা পড়ে তারা। আজ দুপুর দেড়টার দিকে কর্নফুলী পেপার মিল এলাকায় এই ঘটনা ঘটে।
ইউএনবির খবরে জানানো হয়েছে, পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। খোলো হয়েছে ২১টি আশ্রয়কেন্দ্র।
পূর্ব সতর্কতামূলক ব্যবস্থার পরও রাঙ্গামাটিতে পাহাড় ধসে প্রাণহানি ঠেকানো গেল না।
বিভিন্ন স্থানে পাহাড় ধস ও বৃষ্টির তোড়ে লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বাড়তে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি।
লাগাতার বৃষ্টির কারণে মানুষজন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় পাঁচ সেনা সদস্যসহ ১২০ জন নিহত হন। পরের বছর ১১ জুন নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে মৃত্যু হয় ১১ জনের।
Comments