রোহিত শর্মাকে নিয়ে ভাবনা আছে, ভয় নেই নিউজিল্যান্ডের

এবার বিশ্বকাপে রেকর্ড ৫ সেঞ্চুরিতে ৬৪৭ রান করে ফেলেছেন রোহিত শর্মা। তার ব্যাটে হতাশায় পড়েছে অনেক দলই। বিস্ফোরক ফর্মে থাকা ভারত ওপেনারকে শুরুতেই থামাতে চায় যেকোনো দলই। সেমিফাইনালে নামার আগে নিউজিল্যান্ডের ভাবনা জুড়েও আছেন তিনি। তবে সেমিফাইনাল পর্যন্ত আসায় নিজেদের সামর্থ্য চিনিয়ে কেইন উইলিয়ামসন জানাচ্ছেন, তাদের দিনে সবই সম্ভব।

এবার বিশ্বকাপে রেকর্ড ৫ সেঞ্চুরিতে ৬৪৭ রান করে ফেলেছেন রোহিত শর্মা। তার ব্যাটে হতাশায় পড়েছে অনেক দলই। বিস্ফোরক ফর্মে থাকা ভারত ওপেনারকে শুরুতেই থামাতে চায় যেকোনো দলই। সেমিফাইনালে নামার আগে নিউজিল্যান্ডের ভাবনা জুড়েও আছেন তিনি। তবে সেমিফাইনাল পর্যন্ত আসায় নিজেদের সামর্থ্য চিনিয়ে কেইন উইলিয়ামসন জানাচ্ছেন, তাদের দিনে সবই সম্ভব।

কীভাবে রোহিতকে থামাতে চান, প্রশ্ন গিয়েছিল উইলিয়ামসনের কাছে। নিউজিল্যান্ড অধিনায়ক প্রতিপক্ষের সেরা ফর্মে থাকা ব্যাটসম্যানদের যথার্থ মূল্য দিয়েও মনে করিয়ে দিলেন, মঙ্গলবার কেবলই আরেকটু নতুন দিন। আগের সব পরিসংখ্যান রেখেই তাই রোহিতকে নামতে হবে মাঠে, ‘অনেকগুলো ব্যাপার আছে এখানে বোলিং ইউনিটের। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কন্ডিশনটা বোঝা। রোহিত পরিষ্কারভাবেই এই টুর্নামেন্টের সেরা পারফর্মার, এই পর্যন্ত চোখ ধাঁধানো ব্যাট করেছে।  কিন্তু আপনারা জানেন আমরা সেমিফাইনালে এসেছি। কন্ডিশনের সঙ্গে মানাতে এটা নতুন একটা দিন দুই দলের জন্যই। উভয় দলই দ্রুত উইকেট চাইবে সেটা ব্যাটসম্যানের নাম যাইহোক না কেন। কিন্তু অবশ্যই সে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত।’

এবার বিশ্বকাপ জুড়েই দারুণ করছে ভারতের টপ অর্ডার। কিন্তু মিডল অর্ডারে পরিস্থিতি তৈরি হলেই নামছে ধস। রোহিতকে ফেরাতে পারলে তাই বড় একটা কাজই সারতে পারবে নিউজিল্যান্ড।

ভারত থেকে নামেভারে পিছিয়ে থাকায় তাদেরকেই ধরা হচ্ছে আন্ডারডগ। এই তকমা নিয়ে কথা না বললেও উইলিয়ামসন জানিয়ে দিলেন, তাদের ঘরানার ক্রিকেট খেলে ভারতকে হারাবেন তারা, ‘আমরা আমাদের খেলা খেলতে পারলে যেকাউকে হারাতে পারব। যদিও চার নম্বর হয়ে সেমিতে উঠেছি।  কিন্তু বাকি সবার মতই আমাদের সমান সুযোগ আছে। আর মাত্র দুইটা ম্যাচ আছে। সব দলই রাউন্ড রবিন লিগে নয়টি ম্যাচ খেলেছে। নিচের র‍্যাঙ্কের দল উপরের র‍্যাঙ্কের দলকে হারিয়েছে। অনেকবারই এটা হয়েছে। আমাদের নিজেদের ঘরানার ক্রিকেট খেলতে পারলে এটা খুবই সম্ভব।’

Comments