ডেঙ্গুর প্রাদুর্ভাব এবার বেশি, আতঙ্কিত হবার কারণ নেই: সাঈদ খোকন
অন্য বছরগুলোর তুলনায় চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, “মশা নিধনে আমরা যেসব ওষুধ ব্যবহার করছি, তা প্রতিশ্রুতির চেয়ে কম কার্যকর… এবারে তুলনামূলকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি।”
মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তবে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে রয়েছে’ দাবি করে মেয়র খোকন বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকার বাইরে থেকে আসা প্রায় ২ হাজার ১শ ডেঙ্গু রোগীর মধ্যে এক হাজার ৮শ জন রোগী পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন।
“এ পরিসংখ্যানই প্রমাণ করে ডেঙ্গু মহামারি আকারে রূপ নেয়নি। অন্যথায় আমরা এটা জনসাধারণকে জানাতাম,” যোগ করেনি তিনি।
Comments