অরিত্রীর মৃত্যু: ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গঠন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার এক আদালত।
আজ (১০ জুলাই) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং শাখা প্রধান জিনাত আখতারের বিরুদ্ধে এই অভিযোগ পড়ে শোনান ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম।
বর্তমানে জামিনে থাকা এই দুই শিক্ষিকা নিজেদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এই মামলার বিচার প্রক্রিয়া শুরুর জন্য ২৭ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর স্কুলের কয়েকজন শিক্ষিকা অরিত্রীর বাবা-মাকে অপমান করার অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পর রাজধানীর শান্তিনগরে নিজ বাসার সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার (অরিত্রী) লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার পরদিন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী স্কুলের তিন শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনাদানের অভিযোগ এনে পল্টন থানায় একটি মামলা করেন।
চলতি বছরের ২৮ মার্চ গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা কাজী কামরুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নাজনীন ফেরদৌস এবং জিনাত আখতারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
Comments