কুমিল্লায় ৩ জনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত হত্যাকারী
কুমিল্লার দেবীদ্বারে দুই নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এরপর সেই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী।
আজ (১০ জুলাই) দেবীদ্বারের ভামটি ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৩০) ও তার ছেলে হানিফ (৮) এবং নূরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম।
এরপর, গ্রামবাসীরা হত্যাকারী মোখলেসকে (৪০) পিটিয়ে হত্যা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মুস্তাফিজুর রহমান ঘটনাটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, হত্যাকারী মোখলেস একজন রিকশাচালক এবং মানসিকভাবে অসুস্থ। “আমরা ঘটনাটির তদন্ত করছি” বলে যোগ করেন তিনি।
Comments