নিজের পক্ষে সাফাই গাইলেন পেনাল্টি না দেওয়া কোপার রেফারি
কোপা আমেরিকার সেমি-ফাইনালে দুটি পেনাল্টির আবেদন তুলেছিল আর্জেন্টিনা। কিন্তু রেফারি রদি জামব্রানো কোনোটাতেই সাড়া দেননি। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা জিতে নেয় ২-০ গোলে। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেই সঙ্গে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকেও ধুয়ে দেন তিনি। ঘটনার পর থেকে নানামুখী বিতর্কের জন্ম হলেও চুপ ছিলেন জামব্রানো। অবশেষে মুখ খুলেছেন ইকুয়েডরের এই রেফারি। তবে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি।
মঙ্গলবার (৯ জুলাই) ইকুয়েডরের এক রেডিও শো'তে দেওয়া সাক্ষাৎকারে জামব্রানো বলেছেন, ‘নিকোলাস ওতামেন্দি নিজেই পেনাল্টির জন্য অপেক্ষা করছিল। কনুই দিয়ে তাকে গুঁতো দেয়নি (আর্থার)। ভিএআর রেফারি এটা দেখেছিলেন এবং তিনি জানান যে, এটা ৫০/৫০ চ্যালেঞ্জ ছিল।’
এরপর সিদ্ধান্ত দুটির দায় ভিএআর টিমের ওপর চাপিয়েছেন তিনি, ‘তারা আমাকে বলেনি এটা নিতে (ভিএআর প্রযুক্তির সহায়তা)। এটাকে তারা স্পষ্ট পেনাল্টি বলে মনে করেনি। আমি আমার প্রতিবেদনে বলেছি যে, তাদের উচিত ছিল আমাকে ভিএআর নিতে বলা।’
আরেকটি পেনাল্টির আবেদন নিয়ে জামব্রানো জানিয়েছেন, ‘প্রথম দৃশ্যে মনে হয়েছে যে, সার্জিও আগুয়েরোই দানি আলভেসকে ফাউল করেছেন। তারা কেন পেছনের দিকের ক্যামেরাটা ব্যবহার করে দেখেনি?’
জামব্রানোর এসব বক্তব্য জল পরিষ্কার করার চেয়ে আরও বেশি ঘোলা করেছে। কারণ, কয়েকদিন আগে ভিএআর রেফারি লিওদান গঞ্জালেজ জানিয়েছিলেন, তিনি জামব্রানোকে ভিএআরের সহায়তা নিতে বলেছিলেন।
Comments