দেশের মাঠে খেলেই বিদায় নিবেন মাশরাফি
আন্তর্জাতিক ক্রিকেটের একদম অন্তিমে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেশের মাঠে থেকেই বিদায় জানানোর কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। বিশ্বকাপে ভালো না করলেও অধিনায়কের বিদায় সুন্দরভাবে আয়োজন করার কথা জানিয়েছেন তিনি।
এবার বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলেছেন মাশরাফি, চোটে ভোগে নিজের সেরাটাও দিতে পারেননি। ৮ ম্যাচে ৩৭৬ রান দিয়ে পেয়েছেন কেবল ১ উইকেট। বিশ্বকাপে দল ব্যর্থ হওয়ায় মাশরাফির অবসর নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা।
বুধবার লন্ডনের চেজউইক ক্রিকেট গ্রাউন্ডে বিভিন্ন দেশের সাংসদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে খেলা দেখতে এসেন নাজমুল। বাংলাদেশ ও পাকিস্তানের সাংসদ দলের খেলা দেখার ফাঁকে বোর্ড প্রধান ইঙ্গিত দেন মাশরাফির অবসর হবে দেশের মাঠে, ‘আমরা যত সুন্দরভাবে করা যায় (মাশরাফির বিদায়) সেটা করব। দেশের মাটিতে করাটাই উচিত হবে। তার সঙ্গে শেষ যেদিন কথা হয়েছে আমরা এটাই বলেছি। আমরা ভালোভাবে দেশেই (বিদায়ী ম্যাচ) করতে চাই। ’
এবার বিশ্বকাপে ভালো না গেলেও অধিনায়ক মাশরাফি এখনো কোন বিকল্প দেখেন না বলে জানান বিসিবি প্রধান, ‘মাশরাফি খেলোয়াড় হিসেবে তো আসে না। কিন্তু যদি অধিনায়ক বলেন তাহলে ওর মতো অধিনায়ক আমরা কোথাও পাব না। আমি সব সময় বলি দুটো খেলোয়াড়ের বদলি আমাদের নাই। খেলোয়াড় হিসেবে সাকিব আর অধিনায়ক হিসেবে মাশরাফি। এই দুজন ছাড়া সবারই বিকল্প আছে। এই দুজনের বিকল্প পাওয়া কঠিন।’
চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এই বছর দেশের মাঠে নেই আর কোন ওয়ানডে। মাশরাফির বিদায়ী সিরিজ তাহলে কবে ও কীভাবে আয়োজন করা হবে তা স্পষ্ট করেননি নাজমুল।
Comments