শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় ৮ বছরের একজন শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ একজন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
violence childern
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর ছাগলনাইয়ায় ৮ বছরের একজন শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ একজন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদ্রাসার গ্রেপ্তার হওয়া শিক্ষক মোহাম্মদ ফোরকান (২৬) ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের বাসিন্দা।

ওই শিক্ষক ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ধ্রুব জ্যোতি পালের আদালতে দেওয়া জবানবন্দিতে দোষ স্বীকার করেছেন। আদালতে ওই শিশু শিক্ষার্থীরও জবানবন্দি নেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলা সদরের মটুয়া নূরানী মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ফোরকান আরবি পড়াতে শিশুটির বাড়ি গিয়েছিলেন। পড়ার ঘরে অন্য কেউ না থাকার সুযোগে ফোরকান শিশুটিকে বলাৎকারের চেষ্টা করে। এ অবস্থায় শিশুটির বাবা তাকে হাতেনাতে ধরে থানায় খবর দেন। পরদিন বুধবার ছাগলনাইয়া থানায় মামলা করেন তিনি।

ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শেখাব উদ্দিন সেলিম শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মামলা ও মাদ্রাসা শিক্ষকের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago