মানিকগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২
মানিকগঞ্জের সদর উপজেলার একটি হাটে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুইজন।
আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার গড়াপাড়া ইউনিয়নের উত্তর উথলী গ্রামের সত্ত্বাধিকারী আবুল হাসান (৪০) ও তার চাচাতো ভাই হাফিজুর রহমান (৩৩)। আহত আবুল হাসান প্রয়াত মুক্তিযোদ্ধা ও মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক আবুল বাশারের ছেলে।
মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ায় তাদের দুজনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসানের বড় ভাই হুমায়ুন বাশার বলেন, ২০০৫ সালে বাংলাদেশ হাটে তার পৈত্রিক জায়গার ওপর একটি মার্কেট তৈরি করেন। পিতার নামে ‘বাশার মার্কেট’ করা ওয়ালসেড টিনের ঘরের ওই মার্কেটে মোট ১০টি দোকান আছে। বৃহস্পতিবার সকাল থেকে তার ছোট ভাই হাসান ওই মার্কেটের সামনে বারান্দা নির্মাণের কাজ করছিলেন। সন্ধ্যার দিকে স্থানীয় মধ্যখালপাদোয়া গ্রামের জনৈক সোনা মিয়ার ছেলে উজ্জ্বল (৪৩) ওই মার্কেটে যেয়ে হাসানকে কাজ বন্ধ রাখতে বলে। এতে হাসানের সঙ্গে উজ্জ্বলের কথা কাটাকাটি হয়। এতে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে ২০/২৫ মিনিট পর মেহেদী হাসান সম্রাট (২৭), পলাশ (২৩)সহ ৩০/৪০ জন যুবক লাঠিসোটা ও ধরালো অন্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালায়।
হাসানকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা হাসানের চাচোতো ভাই হাফিজুর রহমানকেও বেধড়ক মার দেয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।
ওই হাসপাতালের ডা. আশরাফুল ইসলাম বলেন, হাসানের মাথায় ৮/৯টি সেলাই দেওয়া হয়েছে। অন্যজনের মাথাতেও কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে তারা দুজনই শন্কামুক্ত।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) হানিফ সরকার বলেন, বাংলাদেশ হাটে বাশার মার্কেটে সামনে সড়কের পাশে একটি ঘর তোলাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে ওই এলাকার উজ্জ্বলের সাথে ওই মার্কেটের মালিক হাসানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উজ্জ্বল তার লোকজন নিয়ে হাসানের ওপর হামলা চালায়। এতে হাসানসহ দুইজন আহত হয়। খবর পেয়ে তিনি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তবে এই ঘটনায়, এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Comments