কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ২ শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার পালংখালি ইউনিয়নের হাকিমপাড়ায় অবস্থিত ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রাত ১০টার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- শিবিরের ১৬ নম্বর ব্লকের আবদুস সালামের ছেলে আনোয়ার সাদেক (৭) ও আনোয়ার ফয়সাল (৬)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, গতকাল সকালে হাকিমপাড়া রোহিঙ্গা শিবির মাঠে খেলতে যায় দুই শিশু। এরপর সারা দিন ঘরে না ফেরায় পরিবার ও আশপাশের লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে রাত ১০টার দিকে ওই এলাকার পাহাড়ি ঢলের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ পাওয়া যায়।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। প্রশাসনের সহযোগিতায় আজ সকালে রোহিঙ্গা শিবিরের কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
Comments