পেটে ভাত জুটছে না শহীদ মুক্তিযোদ্ধা বোচারাম দাসের পরিবারের সদস্যদের!
পেটে ভাত জোটে না শহীদ মুক্তিযোদ্ধা বোচারাম দাসের একমাত্র সন্তান মোনারাম দাসের পরিবারে। তিনি থাকেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সোনাপুকুর সরকারি আবাসনের ছোট্ট একটি ঘরে। পাঁচজনের সংসারে টানাপোড়েন থাকে প্রতিদিন।
১৯৭১ সালে স্ত্রী সুনীতি বালার কোলে শিশু সন্তানকে রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বোচারাম দাস। গাইবান্ধা জেলার বোনারপাড়ায় সম্মুখ সমরে ১২ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। তাদের একজন বোচারাম দাস। স্বাধীনতার কয়েকবছর পর মারা যান সুনীতি বালা। অনাথ হয়ে পড়েন মোনারাম দাস। কিন্তু, দারিদ্র সঙ্গী হয়ে যায় তার।
ভরত চন্দ্র দাস ওরফে বাচ্চারাম দাসের ছেলে শহীদ মুক্তিযোদ্ধা বোচারাম দাসের স্বীকৃতি কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই কোনো রাষ্ট্রীয় সুবিধা। শুধু জাতীয় দিবসগুলোতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে ডাক আসে মোনারাম দাসের।
শহীদ মুক্তিযোদ্ধা বোচারাম দাসের স্বীকৃতি বাস্তবায়ন করে তার একমাত্র সন্তান মোনারাম দাসের পরিবারের কষ্ট ও দরিদ্রতা লাঘবে রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
Comments