বিশ্বকাপ জিতলে মোটা অঙ্কের বোনাস পাবেন মরগ্যানরা
বিশ্বকাপ জিতলে দল হিসেবে আইসিসির তরফ থেকে ৩৪ কোটি টাকার প্রাইজমানি আছে। কিন্তু এর বাইরেও সরকারের পক্ষ থেকে ইংল্যান্ডের ক্রিকেটাররা প্রত্যেকে পাবেন মোটা অঙ্কের আর্থিক পুরস্কার।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও সরকারি ব্যবস্থাপনায় বিশ্বকাপ জয়ী প্রত্যেক ইংলিশ ক্রিকেটারের জন্য থাকছে ২ লক্ষ পাউন্ডের প্রাইজমানি। যা বাংলাদেশি টাকার অঙ্কে দাঁড়ায় ২ কোটি ১০ লক্ষের মতো। রোববার (১৪ জুলাই) নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে নামার আগে এমন খবরই দিচ্ছে ব্রিটেনের গণমাধ্যম।
কেবল ক্রিকেটারদের বোনাসই নয়, ২৭ বছর পর জাতীয় উৎসবের বড় উপলক্ষ তৈরি হওয়ায় ব্রিটিশ সরকার নিয়েছে নানান উদ্যোগ। ফাইনালের দিন লন্ডনের ব্যস্ততম ট্রাফালগার স্কোয়ারে তৈরি করা হচ্ছে ফ্যান জোন। একসঙ্গে হাজার হাজার মানুষ যাতে খেলা দেখতে পারেন, সেজন্য বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন।
ফাইনালের টিকিটের নাম হু হু করে বাড়ছে। বাড়তি দাম দিয়েও সরাসরি খেলা দেখতে মরিয়া অনেকে। কিন্তু যারা মাঠে যেতে পারবেন না, তারা যাতে কেউই খেলা মিস না করেন সেজন্য ব্যবস্থা নিয়েছে স্কাই স্পোর্টস। তাদের পে-চ্যানেলের ফিড এদিন বিনামূল্যে চ্যানেল ফোরের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
এর আগে ১৯৯২ সালের বিশ্বকাপের ফাইনালে উঠে পাকিস্তানের কাছে হেরে যায় ইংল্যান্ড। আরেকটি ফাইনালে পৌঁছাতে তাই তাদের লেগে গেছে ২৭ বছর। ক্রিকেটের জনক দেশ হয়েও বিশ্বকাপ জেতার স্বাদ পায়নি ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ জেতার আবহ তাই ছড়িয়ে পড়েছে ব্রিটেন জুড়ে।
Comments