‘বাড়া ভাতে ছাই’ দিবে নিউজিল্যান্ড?

আগাম পুরস্কার ঘোষণা করা হয়ে গেছে ইংলিশ ক্রিকেটারদের জন্য। বিশ্বকাপ জিতলেই মিলবে মোটা অঙ্কের প্রাইজমানি। ট্রাফালগার স্কোয়ার সেজেছে রোববারের সন্ধ্যেকে মাতিয়ে দেওয়ার জন্য। সমর্থকরা জড়ো হবেন বলে সেখানে তৈরি করা হয়েছে ফ্যান জোন। পে চ্যানেল স্কাই স্পোর্টস ঘরে ঘরে ফাইনাল ম্যাচ পৌঁছে দেবে বিনামূল্যে। ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে যাচ্ছে, এমন আবহই চারপাশে। ইংল্যান্ডের জন্য প্রস্তুত করা এই মঞ্চে কি নিজেদের বিজয় কেতন উড়াতে পারবে নিউজিল্যান্ড?
New Zealand
ছবি: নিউজিল্যান্ড

আগাম পুরস্কার ঘোষণা করা হয়ে গেছে ইংলিশ ক্রিকেটারদের জন্য। বিশ্বকাপ জিতলেই মিলবে মোটা অঙ্কের প্রাইজমানি। ট্রাফালগার স্কোয়ার সেজেছে রোববারের সন্ধ্যেকে মাতিয়ে দেওয়ার জন্য। সমর্থকরা জড়ো হবেন বলে সেখানে তৈরি করা হয়েছে ফ্যান জোন। পে চ্যানেল স্কাই স্পোর্টস ঘরে ঘরে ফাইনাল ম্যাচ পৌঁছে দেবে বিনামূল্যে। ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে যাচ্ছে, এমন আবহই চারপাশে। ইংল্যান্ডের জন্য প্রস্তুত করা এই মঞ্চে কি নিজেদের বিজয় কেতন উড়াতে পারবে নিউজিল্যান্ড?

সেমিফাইনালেও তো হয়েছিল এমনটা। ভারতীয়রা ফাইনালে যাবেন ধরে নিয়ে জড়ো হয়েছিল ওল্ড ট্রাফোর্ডে, টিভি পর্দায় চোখ ছিল আরও শত কোটির। কিন্তু তাদের উৎসব মাটি করে ঠিকই ফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। ভারতের পর কি এবার ইংল্যান্ড?

লর্ডসের ফাইনালে নিজেদের উৎসব পণ্ডকারী হিসেবে ভাবতে কেমন লাগবে? সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন  উইলিয়ামসনকে করা হলো এমন প্রশ্ন। এর আগে আন্ডারডগের সুবিধা-অসুবিধা নিয়ে জবাব দিতে হয়েছিল তাকে। প্রশ্ন শুনেই হাসিমুখে কিউই কাপ্তানের জবাব,  ‘উৎসব পণ্ডকারী? আপনি কি আবার ডগ নিয়ে কথা বলছেন? আন্ডারডগস? (হাসি) দেখেন আমরা উপলক্ষটা মাতিয়ে দেওয়ার জন্য সত্যিই মুখিয়ে আছি। এখানকার সময় আর শেষটার মধ্যে অনেক তফাৎ আছে। কাজেই এটা (আন্ডারডগ) নিয়ে বেশি মাতামাতি কোন কাজে দেবে না।’

ইংল্যান্ডের উৎসবের মাঝে নিজেদের অনাহূত ভেবে নয়। সেই উৎসব মঞ্চে নিজেদের মধ্যমণি হিসেবেই দেখতে বরং প্রস্তুতির কথা জানালেন উইলিয়াম-সন, ‘যখন আপনি কোন ম্যাচ খেলতে যাবেন কতগুলো বিষয়ে ফোকাস করতে হয়। যেমন চাপই হোক, যেমন ভিন্ন মোমেন্টারমই হোক এসব সামলাতে হবে। আমরা তারজন্য পুরো প্রস্তুত আছি।’

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago