পারফর্ম করে-নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় উইলিয়ামসন
ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকে শিরোপার লড়াইয়ের মঞ্চে নিয়ে আসার কৃতিত্ব দেখিয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট বা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন।
বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে লড়াইয়ে পেরে না উঠে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড দলের অধিনায়ক উইলিয়ামসন এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে পেছনে ফেলেন বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের মতো তারকাদের।
রবিবার (১৪জুলাই) ফাইনালের ভেন্যু লর্ডসে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সেরা ম্যাচটি (তর্কসাপেক্ষে) শেষে ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে উইলিয়ামসনের নাম ঘোষণা করা হয়। ক্রিকেটের তীর্থভূমিতে নির্ধারিত ৫০ ওভারের দ্বৈরথ টাই হওয়ার পর সুপার ওভারও টাই হওয়ায় বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ নেয় স্বাগতিক ইংল্যান্ড।
এবারের আসরে ১১ ম্যাচের ১০ ইনিংসে ব্যাটিং করে ৮২.৫৭ গড়ে ৫৭৮ রান করেন ২৮ বছর বয়সী উইলিয়ামসন। তিনি দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেন।
উইলিয়ামসনের ইনিংসগুলো বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করেছে বারবার। আসরের প্রথম ম্যাচে দলটির উদ্বোধনী জুটি অবিচ্ছিন্ন ১৩৭ রান তোলার পর প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছে। ফলে ইনিংসের শুরু থেকেই হাল ধরতে হয়েছে তাকে।
সদ্যসমাপ্ত বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন। তার নেতৃত্বগুণও এবার দারুণ প্রশংসিত হয়েছে। কিউইদের ফাইনালে তোলার ক্ষেত্রে তার অবদানই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা ব্যাট হাতে হোক কিংবা দলনেতা হিসেবে ম্যাচের পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়াতে। তাই সবদিক বিবেচনা করে তার হাতেই তুলে দেওয়া হয়েছে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
Comments