শেষ মুহূর্তে থমকে গেল ভারতের চন্দ্র অভিযান
শেষ মুহূর্তে এসে যান্ত্রিক গোলযোগের কারণে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। ভারতের স্থানীয় সময় গতরাত ২টা ৫১ মিনিটে এটি দক্ষিণ ভারতের পূর্ব উপকূলের শ্রীহরিকোটা থেকে পৃথিবী ত্যাগ করার কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের এক ঘণ্টারও কম সময় বাকি থাকতে রকেটের জ্বালানি লিক করার কারণে এই অভিযান স্থগিত হয়ে গেল।
যে রকেটে করে চন্দ্রযান-২ প্রেরণ করার কথা ছিল শুধুমাত্র সেটিরই ওজন ৬৪০ টন। জনপ্রিয় তেলেগু ছবি “বাহুবলি” নামের এই রকেটটির শক্তিতে ভর করে ৩৮০০ কিলোগ্রাম ওজনের চন্দ্রযান উড়ে যাওয়ার কথা ছিল গতরাতে। মাত্র ১৫ কোটি ডলার খরচ করে এই চন্দ্র অভিযান চালাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
তবে মহাকাশযানটির নতুন উৎক্ষেপণের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। এর আগে ২০০৮ সালের অক্টোবর মাসে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-১ পাঠিয়েছিল ভারত।
ইসরো বলছে, চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে অবতরণ করবে। এর আগে আর কোনো দেশের মহাকাশযান চাঁদের ওই অংশে নামেনি। সেখানে চন্দ্রপৃষ্ঠের হালচাল নিয়ে বিস্তারিত তথ্য পাঠাবে এটি। চাঁদে পানি ও খনিজের সন্ধানের পাশাপাশি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটির মাটির কম্পনও পরিমাপ করবে চন্দ্রযান-২।
এই অভিযানে সফল হলে নিয়ন্ত্রিতভাবে চন্দ্রপৃষ্ঠে যান প্রেরণকারী চতুর্থ দেশ হবে ভারত। এ পর্যন্ত কেবলমাত্র যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন এই কৃতিত্ব রয়েছে।
Comments