সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে ডিসিদের নির্দেশ খাদ্যমন্ত্রীর
সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ (১৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।
যতদূর জানা যায়, চার লাখ টনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ইতিমধ্যে মিল মালিকদের কাছ থেকে এক লাখ ১৫ হাজার টন চাল কিনেছে সরকার।
মন্ত্রী বলেন, “খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং সেজন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।”
Comments