বাংলাদেশ ওয়ানডে দলে ফিরলেন বিজয়-তাইজুল

ছবি: সংগ্রহীত

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেষবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। আর তাইজুল ইসলাম অবশ্য টেস্ট দলে ছিলেন। শেষবার ওয়ানডে খেলছেন ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে। এ দুই খেলোয়াড় আবার ফিরেছেন শ্রীলঙ্কা সফরে। সাকিব আল হাসান ও লিটন কুমার দাস ছুটিতে থাকায় তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন এ দুই খেলোয়াড়। এছাড়া আবু জায়েদ রাহী ছাড়া বিশ্বকাপ দলের সকল সদস্য যাচ্ছেন শ্রীলঙ্কায়।

বিশ্বকাপ শেষেই ছুটি চেয়েছিলেন সাকিব ও লিটন। দুইজনের ছুটি মঞ্জুর করা হয়েছে। তাই শ্রীলঙ্কা সিরিজে এ দুই তারকাকে ছাড়াই যাচ্ছে মাশরাফি বাহিনী। আগামী ২৮ জুলাই বিয়ে পিঁড়িতে বসছেন লিটন। আর ব্যক্তিগত কারণে খেলবেন না সাকিব। আর এ কারণেই জায়গা পেয়েছেন বিজয় ও তাইজুল। তবে ১৪ সদস্যের দল ঘোষণা করায় দল থেকে বাদ পড়েছেন রাহী। মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিজয় ও তাইজুলকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, 'শ্রীলঙ্কা সিরিজে সাকিব ও লিটন খেলছে না। তাদের জায়গায় বিকল্প খেলোয়াড় হিসেবে এনামুল হক বিজয় ও তাইজুল ইসলামকে নেওয়া হয়েছে। লিটনের জায়গায় খেলবে বিজয়। ঘরোয়া লিগে ভালো খেলায় ওকে নেওয়া হয়েছে। আর সাকিবের বিকল্প হিসেবে একজন বাঁহাতি স্পিনার দরকার। সেজন্যই তাইজুলকে দলে নেওয়া। এছাড়া বিশ্বকাপের দলটিই যাচ্ছে শ্রীলঙ্কায়। দল ১৪ জনের হওয়ায় বাদ পড়েছেন রাহী।'

অভিষেক ওয়ানডে ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তাইজুল ইসলাম। এরপর অবশ্য টেস্ট দলের ট্যাগ লেগে যাওয়ায় খুব বেশি ওয়ানডে খেলা হয়নি তার। ক্যারিয়ারে মাত্র ৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। লম্বা সময় পর সাকিব ছুটি নেওয়ায় আবার ফিরলেন তিনি। অন্যদিকে লম্বা সময় পর গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেছিলেন বিজয়। কিন্তু তিন ম্যাচ খেলে মাত্র করেছিলেন মাত্র ৩৩ রান। ফলে বাদ পড়েছিলেন তিনি। এক বছর পর আবার ফিরলেন এ ওপেনার।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে দলের সঙ্গে বাড়তি খেলোয়াড় হিসেবে ছিলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও নাঈম হাসান। পরে যোগ দিয়েছিলেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। সাকিব ও লিটনের অনুপস্থিতিতে এ চার খেলোয়াড় থেকে সুযোগ পাননি কেউই। বিশ্বকাপে ইনজুরি নিয়ে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম। আর মাঝে ইনজুরিতে পড়েছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কা সিরিজে এ চার খেলোয়াড় নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে চার খেলোয়াড় যাচ্ছেন লঙ্কায়।

উল্লেখ্য, শ্রীলঙ্কার উদ্দেশে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে বুধবার তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। এরপর শ্রীলঙ্কায় পৌঁছে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ ও ৩১ জুলাই বাকি দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago