পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

hsc results
স্টার ফাইল ছবি

২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার  ও জিপিএ-৫ প্রাপ্তির হার আগের বছরের তুলনায় বেড়েছে।

ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৫৪ শতাংশ। গতবছর যা ছিলো ২৯ হাজার ২৬২ জন। এবার ১৮ হাজার ২৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছেন।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১০টি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলের ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।

গতবার ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিলো ৬৬ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন। পাস করেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।

এবার ১০টি শিক্ষাবোর্ডের ৯০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে, গতবছর সারাদেশের ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শতভাগ পাস করেছিলো।

একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪১টি, গতবছর যা ছিলো ৫৫টি। এক্ষেত্রে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪টি।

আরও পড়ুন:

এইচএসসি ও সমমানের পাস ৭৩.৯৩ শতাংশ

যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমানের ফল

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal to export 40 MW power to Bangladesh via Indian grid from today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

1h ago