শতভাগ পাস-ফেল

Pass Fail
স্টার ফাইল ছবি

২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষাবোর্ডের ৯০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

গতবছর সারাদেশের ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শতভাগ পাস করেছিলো। ২০১৭ সালে এ সংখ্যা ছিলো ৫৩২টি।

একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৪১টি, গতবছর যা ছিলো ৫৫টি। এক্ষেত্রে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪টি। ২০১৭ সালে শূন্য পাসকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৭২টি।

উল্লেখ্য, আজ (১৭ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এতে দেখা যায়, দেশের সবগুলো শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ।

আরও পড়ুন:

এইচএসসি ও সমমানের পাস ৭৩.৯৩ শতাংশ

পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমানের ফল

Comments

The Daily Star  | English

Iran says 'main target' of attack that hit Israel hospital was military site

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

15h ago