পারস্য উপসাগরে ৩য় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন
উত্তেজনায় ঠাসা পারস্য উপসাগরে তৃতীয় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন। তবে ইরানের সঙ্গে কোনো সংঘাতের জেরে সেখানে রণতরী পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ব্রিটেনের ‘টাইমস’ পত্রিকার প্রতিবেদক।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে আজ (১৭ জুলাই) জানায়, ‘টাইমস’ পত্রিকার প্রতিবেদক লুসি ফিশার তার টুইটারে বলেছেন, “রণতরী এইচএমএস কেন্ট আগামী সেপ্টেম্বরে মোতায়েন করা হবে; আর আগামী মাসে আসছে আরএফএ নাইট।”
গতকাল ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে বলা হয়েছিলো, এইচএমএস ডানকান ফ্রিগেটটিকে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হবে সেখানে ব্রিটেনের নিরাপত্তা স্বার্থ রক্ষার কাজে। কেননা, সেখানে মোতায়েন করা এইচএমএস মনট্রোস রণতরীটির রক্ষণাবেক্ষণের কাজ পরিকল্পনায় রয়েছে।
চলতি বছরেই ডানকান রণতরীটিকে সরিয়ে এনে এইচএমএস কেন্ট যুদ্ধজাহাজকে মোতায়েন করা হবে বলেও প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে জানানো হয়।
যুদ্ধজাহাজগুলোরকে সহায়তা করতে আরএফএ নাইটকে আগস্ট মাসে মোতায়েন করা হবে উল্লেখ করে মন্ত্রণালয় আরো জানায়, “এগুলো মোতায়েন করার পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিলো। এর সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই। এগুলো আসলে নিয়মমাফিক করা হচ্ছে।”
পারস্য উপসাগরে তৃতীয় যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মের মুখপাত্র সাংবাদিকদের বলেন, “সেই অঞ্চলে আমরা দীর্ঘদিন থেকেই স্থায়ীভাবে অবস্থান করছি।”
Comments