পাটুরিয়া ঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ট্রাক চালকদের
ফেরি স্বল্পতার কারণে ভোগান্তি বাড়ছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। একই অবস্থা রাজবাড়ি জেলার দৌলতদিয়া ফেরি ঘাটে। এই অবস্থায় গাড়ির চাপ বেড়ে যাওয়াকে সুযোগ হিসেবে নিয়ে বিআইডব্লিউটিসি এবং স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র ট্রাকের চালকদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
একজন ট্রাকচালক জানান, সোমবার রাতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এসেছেন তিনি। বুধবার সকালে ১,০৬০ টাকার টিকিট তাকে ১,৭০০ টাকায় নিতে হয়েছে।
বুধবার বিকেলে পাটুরিয়া ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনাল দুটিতে অসংখ্য ট্রাক অপেক্ষমাণ অবস্থায় দেখা যায়। যানবাহনের চাপ বেশি থাকায় তিন থেকে চার দিন পর্যন্ত সেখানে অপেক্ষা করতে হচ্ছে ট্রাক চালকদের। অলস বসে থেকে অনেক ট্রাকের ব্যাটারির চার্জ পর্যন্ত ফুরিয়ে যাচ্ছে।
আরেক ট্রাক চালক জানান, বাড়তি টাকা না দিলে সাত দিনেও পারাপারের টিকিট পাওয়া যাবে না। নদী পার হতে গেলে বাড়তি টাকা দিয়েই টিকিট নিতে হবে।
বাড়তি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও ফেরি পারাপারে ভোগান্তির বিষয়টি স্বীকার করলেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। নদীতে তীব্র স্রোত আর ফেরি স্বল্পতার কারণেই ভোগান্তি হচ্ছে বলে জানান তিনি।
Comments