সিলেটে ১৬৯ বছর পুরনো আবুসিনা ছাত্রাবাস রক্ষার দাবি
সিলেটে ১৬৯ বছর পুরনো আবুসিনা ছাত্রাবাস রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ ঐতিহ্য বিনষ্টে ক্ষোভ ও নিন্দা জানান। পুরনো এই ভবন রক্ষা করে প্রস্তাবিত হাসপাতাল ভবন ভিন্ন কোনো জায়গায় নির্মাণেরও দাবি জানান তারা।
সাম্যবাদী দল সিলেট-এর সভাপতি ধীরেন সিংহের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম-এর সঞ্চালনায় সমাবেশে সূচনা বক্তব্য রাখেন সিলেটের ঐতিহ্য সংরক্ষণে ‘ঐক্যবদ্ধ নাগরিক সমাজ’-এর সদস্য সচিব এডভোকেট জাকির আহমদ।
ঘণ্টাব্যাপী চলা সমাবেশে বক্তারা বলেন, সিলেটবাসীর আবেগ অনুভূতির তোয়াক্কা না করে একগুঁয়ে সিদ্ধান্তে শত বছরের প্রাচীন এই ভবন ভেঙে ফেলা হলে তা ইতিহাসের কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই ভবন রক্ষা করে ২৫০ শয্যার প্রস্তাবিত জেলা হাসপাতাল যানজটমুক্ত রোগীবান্ধব স্থানে নির্মাণ করা হোক।
Comments