জাপানে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যুর আশঙ্কা
জাপানের কিওটো নগরীর একটি অ্যানিমেশন স্টুডিওতে আজ (১৮ জুলাই) ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জনের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দমকল বিভাগের এক কর্মকর্তা এএফপি’কে একথা বলেন।
ওই কর্মকর্তা আরো বলেন, “ওই স্টুডিওর নিচতলা ও দ্বিতীয়তলা থেকে ১২ জনকে উদ্ধার করা করা হয়েছে। তাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ রয়েছে। তবে তাদেরকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়নি।
সেখানে এ আগুন লাগার ঘটনায় ১২ জনকে উদ্ধারের পর দমকল বিভাগ প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে আরো অনেকে দগ্ধ হয়েছে।
Comments