হায়দরাবাদের দায়িত্ব নিচ্ছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচ

trevor bayliss
ছবি: এএফপি

ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতানো কোচ ট্রেভর বেইলিসকে আগামী বছর দেখতে পাওয়া যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ৫৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সানরাইজার্স হায়দরাবাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী আগস্ট মাসে মাঠে গড়াতে যাচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ। মর্যাদাপূর্ণ এই লড়াই শেষে ইংলিশদের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বেইলিস।

বৃহস্পতিবার (১৮ জুলাই) হায়দরাবাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অনেক বিচার-বিশ্লেষণ শেষে গত মৌসুমে দলকে কোচিং করানো টম মুডিকে তারা বিদায় জানাচ্ছে। তার পরিবর্তে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে বেইলিসকে।

হায়দরাবাদে শিষ্য হিসেবে কেন উইলিয়ামসনকে পাবেন বেইলিস। উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে হারিয়েই গেল রবিবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বিশ্বকাপ শিরোপা জিতেছে ইংল্যান্ড। হায়দরাবাদের ডেরায় আছেন ইংলিশ তারকা জনি বেয়ারস্টোও।

আইপিএলে আগেও কাজ করেছেন বেইলিস। তার অধীনে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগেও দারুণ সফল বেইলিস। ২০১০-১১ মৌসুমে সিডনি সিক্সার্সকে বিগ ব্যাশ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি।

কলকাতা ও রাজস্থান রয়্যালসের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছিল বেইলিসের সঙ্গে। তবে তিনি বেছে নিয়েছেন ২০১৬ আসরের চ্যাম্পিয়ন হায়দরাবাদকেই।

২০১৫ সালে ইংল্যান্ডের কোচের দায়িত্ব নিয়েছিলেন বেইলিস। ওই বছর ৩-২ ব্যবধানে অ্যাশেজ জিতেছিল দলটি। ২০১৬ সালে থ্রি লায়ন্সদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছিলেন তিনি। এরপর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে দলের মর্যাদাও অর্জন করে ইংল্যান্ড।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago