‘বিশ্বকাপ শেষ, তাই ব্যর্থতা নিয়ে খুব বেশি চিন্তিত নই’
বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হারের মাধ্যমে পূর্ণ হয় বাংলাদেশের ব্যর্থতার ষোলোকলা। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ইংল্যান্ড গেলেও ফিরতে হয় দশ দলের মধ্যে আট নম্বর হয়ে। এমন ফল নিয়ে আলোচনা-সমালোচনা এখনও চলছে। এই ব্যর্থতা মেনে নিচ্ছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তবে তা নিয়ে পড়ে না থেকে সামনের দিকে এগিয়ে যেতে বেশি মনোযোগী তিনি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে মোসাদ্দেক জানান, ‘বিশ্বকাপ চলাকালীন সময়ে আমরা বিশ্বকাপ নিয়ে খুব বেশি ফোকাস করেছিলাম। এখন যেহেতু বিশ্বকাপ শেষ, আমি মনে করি না যে, এটা (ব্যর্থতা) নিয়ে আমরা খুব বেশি চিন্তিত। যা শেষ হয়ে গেছে, তা হাজার কথা বললেও ফিরে আসবে না। আমি মনে করি, সামনে আমাদের যে সিরিজগুলো আছে সেগুলোর প্রতি ফোকাস করাই ভালো হবে।’
বিশ্বকাপটা কেমন গেছে বাংলাদেশের, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার দিক থেকে বলব যে, গড়পড়তা একটা বিশ্বকাপ আমরা পার করেছি।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল। তাকে সামনে রেখে মিরপুরে চলছে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ ও ৩১ জুলাই বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। অর্থাৎ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই নতুন অভিযানে নেমে পড়তে হচ্ছে টাইগারদের। তাই ব্যর্থতা নিয়ে ভাবনা-চিন্তা করে হতাশাগ্রস্ত হতে চান না মোসাদ্দেক।
তিনি যোগ করেন, ‘যদি চিন্তা করতে যাই তাহলে অনেক বেশি কিছু হয়তো চলে আসবে। আবার চিন্তা না করলে কিছুই না। কারণ জীবনে একটি বিশ্বকাপই সবকিছু না। এমন না যে, বিশ্বকাপ শেষ মানে সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের দিনশেষে ক্রিকেটই খেলতে হবে। তাই আমি মনে করি না যে, বিশ্বকাপ নিয়ে আমাদের চিন্তা করার খুব বেশি সময় আছ।’
Comments