সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়
আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দুই দিনই খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক অফিস আদেশে এই ঘোষণা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, অতিবৃষ্টির কারণে দেশের কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দেওয়ায় এ সংক্রান্ত তথ্য আদান-প্রদান, সার্বিক সমন্বয় ও তদারকির জন্য আগামী ১৯ ও ২০ জুলাই শুক্র ও শনিবার মন্ত্রণালয় খোলা থাকবে। ছুটির এই দুদিন স্বাভাবিক সূচি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ট্রেন রুটে পরিবর্তন
বন্যায় দেশের বিভিন্ন এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, ঢাকা চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর স্টেশনে গিয়ে যাত্রা শেষ করবে।
Comments