ডেঙ্গু, চিকুনগুনিয়া দমনে ডিএনসিসির কর্মকর্তাদের ছুটি বাতিল
রাজধানীতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত রোগ প্রতিরোধ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম আজ (১৯ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এ ধরনের রোগ সম্পর্কে সচেতনতামূলক র্যালিতে এই ঘোষণা দেন।
সেসময় রাজধানীবাসীদের মশাবাহিত রোগ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র।
র্যালিটিকে সফল করতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও, ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলররা ও বিভিন্ন পেশাজীবীর মানুষ র্যালিটিতে অংশ নেন এবং সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন বহন করেন।
Comments