নারায়ণগঞ্জে ২ পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মালবাহী দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চণ্ডী সেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যান দুটির চালক ও সহযোগীসহ আরও তিনজন আহত হয়েছেন।
আজ (১৯ জুলাই) সকালে উপজেলার তারাব এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত চণ্ডী সেন নরসিংদী বরাব এলাকার কান্ত সেনের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, মাছ বোঝায় একটি পিকআপ নরসিংদী থেকে যাত্রাবাড়ী যাচ্ছিলো, আর অন্য পিকআপটি গাউছিয়ার দিকে যাচ্ছিলো। তারাব এলাকায় পৌঁছালে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি পিকআপে থাকা মাছ ব্যবসায়ী চণ্ডী সেন ঘটনাস্থলে মারা যান। এছাড়াও দুটি পিকাআপের চালক ও সহযোগীসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments