এই দল নিয়ে লঙ্কায় কঠিন পরীক্ষা দেখছেন তামিম

আগেই জানা ছিল, ছুটিতে থাকায় সাকিব আল হাসান ও লিটন দাস যাচ্ছেন না শ্রীলঙ্কায়। সেই তালিকায় নতুন করে গতকাল যোগ হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিনের নামও। দুজনেই ছিটকে গেছেন চোটের কারণে। দলের চার নিয়মিত সদস্যকে ছাড়া লঙ্কা সফরে গিয়ে কেমন করবে বাংলাদেশ? দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তরটা দিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল। বলেছেন, সিরিজটা কঠিন হতে যাচ্ছে।
tamim iqbal
ছবি: ফিরোজ আহমেদ

আগেই জানা ছিল, ছুটিতে থাকায় সাকিব আল হাসান ও লিটন দাস যাচ্ছেন না শ্রীলঙ্কায়। সেই তালিকায় নতুন করে গতকাল যোগ হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিনের নামও। দুজনেই ছিটকে গেছেন চোটের কারণে। দলের চার নিয়মিত সদস্যকে ছাড়া লঙ্কা সফরে গিয়ে কেমন করবে বাংলাদেশ? দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তরটা দিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল। বলেছেন, সিরিজটা কঠিন হতে যাচ্ছে।

কয়েক ঘণ্টা আগেও তামিম ছিলেন কেবলই একজন ওপেনার। কিন্তু অধিনায়ক মাশরাফি পেয়েছেন চোট আর সহ-অধিনায়ক সাকিব আছেন ছুটিতে। ফলে তার কাঁধে উঠেছে নেতৃত্বভার। তামিমের অধীনে থাকা ১৪ সদস্যের দলটার চেহারাও ভিন্ন। মাশরাফি-সাইফউদ্দিনের বদলে দলে ফিরেছেন ফরহাদ রেজা-তাসকিন আহমেদ। আর সাকিব-লিটনের পরিবর্তে আগেই জায়গা করে নিয়েছিলেন এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। নতুন অধিনায়ক ও নতুন করে সুযোগ পাওয়াদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে বাংলাদেশকে।

আজ (২০ জুলাই) দুপুর একটার দিকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। তার আগে তামিম জানিয়েছেন, ‘এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে দলটা আমাদের আছে, তাদের প্রমাণ করার অনেক কিছু আছে। কারণ চোটের কারণে আমাদের প্রথম পছন্দের অনেক খেলোয়াড় এই সিরিজে যাচ্ছে না। আমার মনে হয়, সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কা যেহেতু ওদের হোম কন্ডিশনে খেলবে, তাই এটা কঠিন হতে যাচ্ছে। আগের সিরিজগুলোতেও দেখেছি যে, আমরা সেখানে গিয়ে ভালো করেছি। এবারও ভালো না করার মতো খুব বেশি কারণ দেখছি না।’

বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি তামিমের। গোটা আসরে ব্যাট হাতে ছিলেন নিজের ছায়া হয়ে। ছন্দে ফিরতে লঙ্কানদের বিপক্ষে সিরিজটা বেশ ভালো সুযোগ তার জন্য। কিন্তু ওপরে এসে পড়েছে নেতৃত্ব। এই বাড়তি দায়িত্বের চাপ সামলাতে পারবেন তো তিনি?

এসব নিয়ে চিন্তিত না হয়ে ভালো একটা অভিজ্ঞতা অর্জনের প্রত্যাশা করছেন তামিম, ‘সত্যি কথা বলতে, আমি এভাবে চিন্তা করি না। কোনোকিছু খারাপ হলে সেটা নিয়ে যদি আপনি সারাদিনই ভাবতে থাকেন, তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর। তাই সামনে তাকাতে হয়, ইতিবাচকভাবে চিন্তা করতে হয়। আমিও তা-ই করছি। ইতিবাচক থাকতে হবে। আশা করছি, দল হিসেবে ভালো একটা সিরিজ কাটাব আমরা আর সবকিছু বদলে যাবে।’

তামিমসহ সাতজন ক্রিকেটার যাচ্ছেন শ্রীলঙ্কায়। বিসিবি একাদশের হয়ে খেলতে থাকা তাসকিন ও তাইজুল ভারত থেকে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে। আর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে চট্টগ্রামে থাকায় সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, এনামুল ও ফরহাদ রওনা হবেন পরশু।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago